Participatory Discussion on: Harnessing Data and Innovatin for Disaster Risk Reduciton Speakers:

Aug 8, 2023News & Events

Speakers:

Dr. Sk Tauhidul Islam
Director, IRS, Jahangirnagar University

Mr Ashis Kumar Mondal
Secretary Canning Swanirbhar

Date: 10 August, 2023 03:00 PM – 04:00 PM (IST)

Zoom Meeting link: https://zoom.us/j/99302692984

আঞ্চলিক ভাষায় বিপর্যয় ঝুঁকি হ্রাসকরণের ৪র্থ অধিবেশন

খুবই জটিল আন্তঃজালিকা দ্বারা সংযুক্ত পৃথিবীতে তথ্য সম্বলিত নিদর্শন এবং দুর্বলতা/ বিপদসংকুলতাগুলি উন্মোচন করার জন্য ডেটা ব্যবহার করা অত্যাবশ্যক, যখন মানুষের উদ্ভাবন ক্ষমতা দুর্যোগের/ বিপর্যয়ের অপ্রত্যাশিত ঝুঁকির মোকাবেলায় অভিযোজিত কৌশলগুলি তৈরি করতে সহায়তা করে। ডেটা-চালিত পন্থা এবং উদ্ভাবনের মধ্যে সমন্বয় বোঝা খুবই জরুরী, যা আমাদেরকে প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট, উভয় ধরণের বিপর্যয়ের দ্বারা উপস্থাপিত চ্যালেঞ্জগুলির পূর্বাভাস, উপশম এবং পরিচালনা করার ক্ষমতা দেয়।

এই বিষয়কে মাথায় রেখেই CARN-AP, CANSA, PRISM, IAG-ওয়েস্ট বেঙ্গল এবং Institution of Engineers (India) এর গ্রামীণ উন্নয়ন ফোরামের সাথে Sphere India একটি বিশেষ প্রশিক্ষণ অধিবেশনের আয়োজন করেছে, যার লক্ষ্য তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, তথ্যের ব্যাবস্থাপনা ও উদ্ভাবনার বিষয়ে অংশগ্রহণকারীদের বোঝাপড়া গভীরতর করা।

অধিবেশনঃ বিপর্যয়/দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য ডেটা (তথ্য) এবং উদ্ভাবনের ব্যবহার
ভাষাঃ বাংলা
তারিখ ও সময়ঃ ১০ই আগষ্ট, ২০২৩ । ৩.০০ থেকে ৪.০০ ঘটিকা (ভারতীয় সময়)
Link : https://zoom.us/j/99302692984